যুক্তরাষ্ট্র সেনা মোতায়নের ঘোষনায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশংকা

 

চট্টল সময় ডেক্স.

যুক্তরাষ্ট্র ইরানকে মোকাবিলায় মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার প্রক্রিয়া শুরু করছে।  গতকাল ১ নভেম্বর শুক্রবার ইসরাইলীদের গণহত্যায় মদদদানকারী দেশটির এমন সিদ্ধান্তে ওই এলাকায় যুদ্ধ চড়িয়ে পড়ার আশংকা করছে বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র সেনা মোতায়নের এই ঘোষণা দেয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

বিভিন্ন  সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও ক্ষেপনাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে পেন্টাগন, যার মধ্যে রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার বি-৫২ বোমারু বিমান।

পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক বিবৃতিতে বলেন, ‘ইরান যদি তার অংশীদার বা তার প্রক্সিদের এই মুহূর্তটি আমেরিকান কর্মীদের বা এই অঞ্চলে মার্কিন স্বার্থকে টার্গেট করার জন্য ব্যবহার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।’

ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রতিরক্ষা মোতায়েন, যার মধ্যে মাটিতে আমেরিকান সৈন্যদের দ্বারা পরিচালিত একটি টাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে- গত মাসের শেষের দিকে যেগুলো মোতায়েন করা হয় তার উপর এগুলো অতিরিক্ত।

নতুন বাহিনী আগামী মাসগুলোতে আসতে শুরু করবে বলেও জানান তিনি।

ইসরায়েল ২৬ অক্টোবর ইরানের বিরুদ্ধে উল্লেখযোগ্য হামলায় ‘বিতর্কিত’ পারমাণবিক স্থাপনা এবং তেল ক্ষেত্রগুলো বাদ দিয়ে ইসলামী প্রজাতন্ত্রের সামরিক অবকাঠামো ধ্বংস করে। ইরান ২০২৪ সালে ইসরায়েলের বিরুদ্ধে দুটি বড় হামলা চালিয়েছে-একটি এপ্রিলে দামেস্কে তার কনস্যুলেটে হামলার পরে ইসরায়েলকে দায়ী করে করা হয়েছিল, এবং আরেকটি অক্টোবরে, যেটিকে তেহরান বলেছিল, মধ্যপ্রাচ্যে তাদের সমর্থনকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতাদের হত্যার প্রতিক্রিয়া হিসাবে ছিল।

এমন পরিস্থিতিতে অনেকদিন ধরে উত্তাল মধ্যপ্রাচ্য নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। সেই শঙ্কা থেকেই সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত