প্রশাসনের অভিযান হালদায় পেতে রাখা মাছ মারার জাল জব্দ

চট্টল সময় ডেক্স ঃ

রাউজান উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর হালদা নদীতে মাছ চোরদের পেতে রাখা জাল বন্ধের অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল জব্দ করে পুড়ে ফেলেছে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে প্রতিনিয়ত মাছ চোরদের তৎপরতা বৃদ্ধির মাঝে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন হালদা জীব বৈচিত্র রক্ষায় দায়িত্বপ্রাপ্ত প্রকল্পের পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

 

জানা যায় গত ১৫ই অক্টোবর মঙ্গলবার মধ্যরাত থেকে ভোর রাত পর্যন্ত এই অভিযান পরিচালিত হয় হালদা গড়দুয়ারা, নয়াহাট, নাঙ্গোলমোড়া কয়েক কিলোমিটার এলাকায়। এই অভিযান পরিচালনায় সহযোগিতায় করে আইডিএফ ও পিকেএসএফ’র স্পীড বোট দিয়ে। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।

 

তার সাথে ছিলেন উপজেলায় দায়িত্ব পালনকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। জানা যায় অভিযানে নদীর বিভিন্ন পয়ন্ট থেকে পাঁচ হাজার মিটার জালসহ জালসহ জালপাতার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা জাল হালদা প্রকল্পের পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে হাটহাজারী এলাকায় আইডিএফ এর গবেষনাগারের কাছে উঠিয়ে পুড়ে ফেলা হয়। নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেছেন নদীতে জালপাতার বিরুদ্ধে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জানা যায় বিগত ২৬শে আগস্ট হতে ১৫ই অক্টোবর পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়েছিল, ওই অভিযানে জব্দ করা হয়েছিল নয় হাজার মিটার জাল।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত