
চট্টল সময় ডেক্স .
রাউজান নোয়াপাড়া আমেনা-বশর বয়ষ্ক পুনবাসন কেন্দ্রে মাতা-পিতার ভরণ পোষণ আইন ২০১৩ নিয়ে এক কর্মশালা আয়োজন করেছে এম্পাওয়ারম্যান্ট বাংলাদেশ(এলইবি) । গতকাল মঙ্গলবার বিকালে পুনবাসন কেন্দ্রের মিলানায়তনে জেলা লিগ্যাল এইড কার্যালয়ের সহায়তায় আয়োজিত এই কর্মশালায় সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসার ও পিতামাতা ভরণ পোষণ আইন সম্পর্কে পূনবাসন কেন্দ্রে থাকা প্রবীণদের ধারণা দেন আলোচকগণ।
বলেন সন্তানদের হাতে অবহেলার শিকার বাবা মা বিনাখরচে এই বিষয়ে আইনি সহায়তা পেতে পারেন। বক্তাগণ বলেন ২০১৩ সালে আইনগত কাঠামোতে প্রত্যক সন্তানকে তাদের মা বাবার ছাড়াও দাদা দাদি, নানা নানির ভরণ পোষণের বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। কর্মশালায় বক্তাদের বক্তব্য শুনে অনেকেই আবেগ আফ্লুত হয়ে সন্তানদের অবহেলার শিকার হয়ে এই পূনবাসন কেন্দ্রে আশ্রিত বলে জানিয়ে বুকে চেপে রাখা কষ্টের কথা বলে মন হাল্কা করা চেষ্টা করেন। কর্মশালায় পূনবাসিত ৪৫ জন প্রবীণ নারী পুরুষ উপস্থিত ছিলেন।
এই সময় কর্মশালার আয়োজকগণ আশ্রিতদের ১২টি অভিযোগ লিপিবদ্ধ করেন । কর্মশালায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আইনজীবি লিগ্যাল এম্পাওয়ারম্যান্ট বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন। লিগ্যাল রিসার্চ টিমের এক্টিং হেড জান্নাতুল মাওয়া মিথিলার সঞ্চালনায় এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারি জজ মোহাম্মদ ইব্রাহিম খলিল। উদ্বোধন করে লিগ্যাল এম্পাওয়ারম্যান্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ রাকিবুল হক। বিশেষ আলোচক ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক সাঈদ হাসান।