চুয়েটে ”সচেতনতা গড়ি, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার করি” শীর্ষক কর্মশালা

চট্টল সময় ডেক্স.

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল বিভাগের অধীন সাসটেইনেবল ক্যাপাসিটি বিল্ডিং টু রিডিউস ইররিভার্সিবল পলিউশন (এসসিআইপি প্লাস্টিকস) প্রজেক্টের উদ্যোগে ”সচেতনতা গড়ি, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার করি” শীর্ষক স্লোগানে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

২১শে অক্টোবর (সোমবার) চুয়েটের টিএসসি’র মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন চুয়েটের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সুদীপ কুমার পাল মহোদয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দ্বায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আয়শা আখতার, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক বিশেষজ্ঞ অধ্যাপক ড. আসিফুল হক, ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসসিআইপি প্লাস্টিকস প্রজেক্টের বৈজ্ঞানিক পরিচালক অধ্যাপক ড. মোছাঃ ফারজানা রহমান জুথী।

 

অনুষ্ঠানটি সঞ্চালন করেন নিলয় দাস ও তৃষা দাস। ফেডারেল মিনিস্ট্রি ফর এনভায়রনমেন্ট, নেচার কনজারভেশন, নিউক্লিয়ার সেফটি এবং কনজিউমার প্রোটেকশন এর অর্থায়নে কর্মশালাটি পরিচালিত হয়। এতে স্পন্সর করেন জার্মান বাউহাউস ইউনির্ভাসিটি ওয়েইমার, চুয়েট, কুয়েট, খুলনা সিটি কর্পোরেশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ মঞ্জুরি কমিশন, বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন, মোংলা পোর্ট পৌরসভা, খুলনা নিরালা আবাসিক এলাকা জনকল্যাণ সমিতি, জার্মানীর ইনস্টিটিউট ফর সোশ্যাল-ইকোলজিক্যাল রিসার্চ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত