খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে অভিযান ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা

চট্টল সময় ডেক্স ঃ

চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত টাস্কফোর্সের বিশেষ টিম দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে অভিযান চালিয়েছে নগরের খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে। টাস্কফোর্সের বিশেষ টিমের এই অভিযানে ৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে। এই অভিযান চলে রোববার (২০ অক্টোবর) বেলা ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

 

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় অভিযানে বেশি দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা টাঙ্গানো না থাকাসহ ক্রয় বিক্রয়ের হিসাবে গরমিলসহ নানা অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ ও কৃষি বিপনন আইন- ২০১৮ না মানায় দায়ি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। দন্ড পাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দ্বীন সিন্ডিকেটকে ৫০ হাজার টাকা, দ্বীন অ্যান্ড কোম্পানিকে ৫০ হাজার টাকা, জাহানারা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা ও আলামিন ট্রেডার্সকে ৫ হাজার টাকা, পাহাড়তলী বাজারের বেলাল স্টোরকে ১০ হাজার টাকা, সততা পোল্ট্রিকে ৬ হাজার টাকা, শাহদাৎ পোল্ট্রিকে ৩ হাজার টাকা ও মাহবুব ইকবাল পোল্ট্রিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিনের অভিযানে নেতৃত্ব ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) একেএম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সৈয়দ মাহবুবুল হক, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিম, পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক। জেলা প্রশাসনের এই অভিযানে সহায়তা করেন সিএমপির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ছাত্র সমন্বয়কগণ অভিযানে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের পক্ষে অভিযান পরিচালনাকারীগণ বলেন সাম্প্রতিক সময়ে কিছু ব্যবসায়ী অধিক মোনাফার লোভে চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে ফায়দা লুঠছিল। এসব অসাধূ ব্যবসায়ীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনতে জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমুল্য বৃদ্ধির সাথে জড়িত সিন্ডিকেটের কবল থেকে ভোক্ততাদের রক্ষায় বাজার মনিটরিং এর এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেন অভিযান পরিচালনাকারীগণ জানান। উল্লেখ্য যে এদিন খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজারে অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত