২০ বছরের মধ্যে মুসলিমদের দখলে যাবে ইউরোপ: বাবা ভাঙ্গার ভবিষৎবাণী

চট্টল সময় ডেক্স ঃ

আর মাত্র অপেক্ষা ২০ বছর। তারপরই গোটা ইউরোপ চলে যাবে মুসলিমদের দখলে। এমনটাই ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন : বুলগেরিয়ার বাসিন্দা অন্ধ বাবা ভাঙ্গা। বলেছেন ২০৪৩ সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলি। এই ভবিষৎপ্রবক্তা ভাঞ্জেলিয়া পন্দেভা গুশতেরোভা। তিনি বাবা ভাঙ্গা নামে পরিচিত।

 

 

দৃষ্টিহীন বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা যান।তার ভবিষৎবাণী গুলো একের পর এক লিপিবদ্ধ করে গেছে। ১২ বছর বয়সে বাবা ভাঙ্গার দৃষ্টিশক্তি চলে যাওয়ার পরই ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা পান বলে দাবি ছিল এই দৃষ্টিহীণ ব্যক্তির।এছাড়া আছে নস্ট্রাডামুস। তিনি ছাড়াও নস্ত্রাদামুস ছিলেন ফ্রান্সের জ্যোতিষ তথা লেখক। তারা দু’জনেই একাধিক ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, যার মধ্যে বেশ কিছু মিলেও গিয়েছে। ২০২৫ নিয়ে তারা যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, তা নিয়েও রয়েছে উদ্বেগ।

 

বাবা ভাঙ্গার বলেছেন, ২০২৫ সালে ইউরোপে ভয়ঙ্কর যুদ্ধ হবে। এই যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটবে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ তো আছেই। এছাড়া অন্য আরও দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধ বাধবে। নস্ত্রাদামুসও  বলেছেন, ইউরোপের ভবিষ্যত অন্ধকার। ভয়ঙ্কর যুদ্ধ থেকে প্রাচীন কালের মতো আবার প্লেগ ছড়িয়ে পড়বে। অনেক মানুষ মারা যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই প্রকাশ্যে এসেছে বাবা ভাঙ্গার একগুচ্ছ ভবিষ্যদ্বাণী।

 

তিনি জানান, ২০২৫ সাল থেকে ১৮ বছরের মধ্যে অর্থাৎ ২০৪৩ সালে গোটা ইউরোপ জয় করবে মুসলিম রাষ্ট্রগুলো। শুধু তাই নয়, আগামী বছরই পৃথিবীতে শুরু হবে এলিয়েনদের আনাগোনা। তারপরে ২০৭৬ সালে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত হবে কমিউনিস্ট শাসন। ব্রাজিলে আগ্নেয়গিরি জেগে ওঠা, ভয়ঙ্কর বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয়েরও ভবিষ্যদ্বাণী করেছেন তারা।  এছাড়াও নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। ক্রুয়েল ওয়ার এই শব্দটি উল্লেখ করেছেন তিনি।

 

বাবা ভাঙ্গা এবং নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী নিয়ে নানা মত চালু রয়েছে। কেউ তাদের ভবিষ্যদ্বাণী মেনে চলেন, কেউ আবার বিশ্বাস করেন না। কিন্তু একাধিক বার ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার নজিরও রয়েছে।

 

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত