চট্টল সময় ডেক্স .
হালদা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে বাধা দেওয়ায় স্থানীয় তিনজনকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় হাটহাজারী থানায় উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে বলে হাটহাজারী থানা সূত্রে জানা গেছে।
মারামারির এই ঘটনা ঘটে গত শুক্রবার রাতে উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নদী পাড়ের ছাইলদেতলী এলাকায়।
স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায় প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে মাছ মারা সরকারি ভাবে নিষেধ। নিষেধাজ্ঞার মধ্যে স্থানীয় কয়েক ব্যক্তি নদীতে মাছ মারতে দেখে স্থানীয়দের কয়েকজন মাছ শিকারীদের বাঁধা দেয়। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে আহত হয় ওই এলাকার নুরুল হকের ছেলে মুহাম্মদ মোজাম্মেল (৩৮) ও সালাহ উদ্দিন (৪০) ও আব্দুল গফুরের ছেলে শওকত হোসেনকে (৪৬)। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা যায়।
গতকাল শনিবার এঘটনায় আহতদের একজন মুহাম্মদ শওকত হোসেন তাদের উপর হামলার অভিযোগ করে একই এলাকার মুহাম্মদ জাবেদ , মুহাম্মদ রাশেদ ও মোহাম্মদ আলমের বিরুদ্ধে থানায় অভিযোগপত্র দিয়েছে। পাশাপাশি জড়িত পতিপক্ষও থানায় পাল্টা অভিযোগ দিয়েছে শওকত হোসেন গংদের বিরুদ্ধে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হাবিবুর রহমান ওই ঘটনায় দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ থানায় দেয়ার কথা স্বীকার করে বলেছেন ঘটনাটি তদন্ত করতে থানার দুই কর্মকর্তাকে দায়িত্বে দেওয়া হয়েছে। তদন্তের রির্পোটের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।