
মীর আসলাম.
রাউজান পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,১৪টি ইউনিয়নের জনপ্রতিনিধিরা গতকাল সোমবার সারাদিন কাটিয়েছেন দোয়া মাহফিল ও বিভিন্ন মানবিক কাজ নিয়ে। এদিনটি ছিল রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর ৬৯ তম জন্ম বার্ষিকী। পৌরসভা ও উপজেলা আওয়ামীলীগের পক্ষে নেয়া কর্মসূচিতে ভাচ্যুয়ালী যোগ দিয়ে ফজলে করিম চৌধুরী এমপি বক্তব্য রাখতে গিয়ে আবেগ আফ্লুত হয়ে রাউজানবাসীর এই ভালবাসার জন্য ধন্যবাদ জানান। মানুষের সেবায় যাতে আজীবন কাজ করে যেতে পারেন তার জন্য দোয়া চান।
এদিন পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এমপির জন্মদিনের কর্মসূচিতে দোয়া মাহফিলের আয়োজনের পাশাপাশি দুস্থ মানুষ ও এলাকার ধর্মীয় গুরুদের মাঝে বস্ত্র,খাবার,শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ভিত্তি ও সহায়তা প্রদান করেন। উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের কর্মসূচিতে ছিল দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। কর্মসূচির অংশ হিসাবে এমপি পুত্র ফারাজ করিম চৌধুরী বাবার জন্মদিনে ৬৯জন নারী পুরুষকে চোখের চানি অপসারন করে দেন বিনা খরচে।
চিকিৎসা শেষে ভাল এসে আসার এসব মানুষ সেন্ট্রাল বয়েজ অব রাউজানের কর্মসূচিতে উপস্থিত হয়ে এমপি ও তার ছেলের জন্য দোয়া করেন। এছাড়া,উপজেলার উরকিরচর, নোয়াপাড়া, পশ্চিম গুজরা,পাহাড়তলী,নোয়াজিশপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে নানা কর্মসূচি গ্রহন করে। পৌরসভার কর্মসূচি পালন করে পৌর মিলানায়তনে। এখানে সভাপতিত্ব করেন পৌর মেয়র পারভেজ। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলগণসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্ধ, ইউনিয়ন পর্যায়ে কর্মসূচিতে ছিলেন চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, সরোয়ার্দি সিকদার,সাহাবুদ্দিন আরিফ, সৈয়দ আবদুল জব্বার সোহেল, বাবুল মিয়া রোকন উদ্দিনসহ অন্যান্য চেয়ারম্যানগণ।