
মীর আসলাম.
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.কুন্তুল বড়ুয়া বলেছেন সমাজ থেকে সব অসঙ্গতি দুর করে শুদ্ধ সংস্কৃতি চর্চার বিকল্প নেই। বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য আমাদের হাজার বছরের ঐতিহ্য। গ্রাম বাংলার লোক সঙ্গীত, বাউল গান, জারি, সারি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদী, গম্ভীরা, কবিগান যুগে যুগে মানুষের প্রাণ সঞ্চার করে আসছে।
২০ জানুয়ারি শনিবার তিনি দক্ষিণ রাউজান কালচারাল পার্কের ১৪তম প্রতষ্ঠাবার্ষিকীতে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই অভিমত ব্যক্ত করেন। এখানে তিনদিন ব্যাপী প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে ছিল বইমেলা, হস্তশিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রতিষ্ঠানের সাংষ্কৃতিক মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালনব্রতী দিলীপ বড়ুয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রামের উপ পরিচালক মো. আতাউর রহমান, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম। সংবর্ধিত অতিথি ছিলেন ডা. প্রীতি বড়ুয়া, শাসন রক্ষিত ভিক্ষু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালচারাল পার্কের প্রতিষ্ঠাতা ডা. নান্টু বড়ুয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বেলী বড়ুয়া,রাউজান উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য অংশুমান বড়ুয়া , সাবেক মেম্বার আবদুল মালেক, মেম্বার জগদিশ বড়ুয়া, অজিত বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার প্রদান ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়