রাউজানে পৌর এলাকায় আগুনে পুড়েছে ৫ দোকানঘর

চট্টল সময় ডেক্স ঃ

রাউজান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের দায়ার ঘাটায় ভয়াবহ একটি অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে । ১ নভেম্বর শুক্রবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের দাবি দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে তাদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে।

 

তবে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। সেখানে আগুনে পুড়েছে পরিমল সেনের জনতা ফার্মেসী, প্রত্যয় সরকারের সুলতানপুর ফার্মেসী, আবু রায়হানের রকমারি কম্পিউটার অ্যান্ড স্টেশনারী, বরুণ শীলের সেলুন এবং মো. বাবুলের আবুধাবি টেকনিক্যাল ওয়ার্কসপ। সবকটি প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি তাদের ক্ষয়ক্ষতি হয়েছে ৩০ লাখ টাকার সম্পদ।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আবু রায়হানের অভিযোগ তাদের ব্যবসা প্রতিষ্ঠানে দুষ্কৃতিকারীরা পরিকল্পিত ভাবে আগুন দিয়েছে। তিনি এ ঘটনায় আইনের আশ্রয় নেবেন বলে জনিয়েছেন। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার কাউসার বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সূত্রপাত হয়েছে। সংবাদ পাওয়ামাত্র ঘটনাস্থলে গিয়ে ছুঁটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কি পরিমান ক্ষয়-ক্ষতি হয়েছে তদন্ত করে বলা যাবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত