
মীর আসলাম.
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা গণসংযোগ বাড়িয়ে দিয়েছে। প্রার্থীরা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ প্রতিকে ভোট প্রার্থনা করছে।
গতকাল ইসলামিক ফ্রান্ট এর চেয়ার প্রতিকের প্রার্থী স.ম. জাফর উল্লাহ সকাল থেকে সারা দিন গণসংযোগ করেছেন হলদিয়া,ডাবুয়া ও চিকদাইর ইউনিয়নে। তিনি ভোটারদের কাছে চেয়ার প্রতিকে ভোট চেয়ে দোয়া চেয়েছেন। এসময় তার সাথে ছিলেন তার নির্বাচনী সমন্বয়ক সেকান্দর হোসেন, মাওলানা আয়ুব বদরী, ইয়াছিন নুরানী, সৈয়দ সাহেদ উল্লাহসহ ইসলামিক ফ্রান্ট এর নেতাকর্মীরা।