চট্টল সময় ডেক্স ঃ
উরকিরচর জনতা সংঘের তিনদিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী (দঃ) শেষ হয়েছে। এটি ছিল ওই সামজিক সংগঠনের ৫০ তম ঈদে মিলাদুন্নবী (দঃ) কর্মসূচি। ১৩ ই সেপ্টেম্বর থেকে আরম্ভ হওয়া দেশ বরণ্য ওলেমায়ে কেরামের ওয়াজের মাধ্যমে ১৬ সেপ্টেম্বর শেষ হয় তিন দিনের অনুষ্ঠান।
উরকিরচর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে গাউছিয়া,খতমে খাজেগান, জশনে জুলুছ, অসহায় ও দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ইসলামিক জ্ঞান কুইজ প্রতিযোগিতা , শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক শিশু কিশোর নামাজ, নাত ,ক্বেরাত প্রতিযোগিতা, ক্লাব সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণ, প্রবাসী সংবর্ধনা, আলোচনা সভা,মিলাদ মাহফিল ও তবরুক বিতরণ।
শেষ দিনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহŸায়ক হাজী এইচ এম হারুনুর রশিদ পরিচালনা করেন সদস্য সচিব মোঃ শফিউল আজম। ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন মুফতি আবুল কাসেম ফজলুল হক, হযরত আল্লামা অছিউর রহমান আল কাদেরী, মুফতি মোকারাম বারী,মাওলানা হাসান রেজা আল কাদেরী, মুফতি মাসুদ নদভী, ফখরুদ্দিন আলকাদেরী। গাজী শফিউল আলম নিজামী। বক্তব্য রাখেন আবু তাহের সওদাগড়, মাস্টার নুরুন নবী, সাইফুদ্দিন আকতারী প্রমুখ।