চট্টল সময় ডেক্স.
বলিউড মেগাস্টার সলমান খান একের পর এক খুনের হুমকি পাচ্ছেন।ভারতের পুলিশের হাতে ইতোমধ্যে ধরা পড়ছে খুনি চক্রের একাধিক সদস্য।বেপরোয়া এই খুনি চক্রের হাতে সম্প্রতি খুন হয়েছে ভারতের আলোচিত ব্যক্তি বাবা সিদ্দিকি।ওই খুনের পর ভারত জুড়ে ছড়ি পড়ে আতংক।
খুনি চক্রের শিকারের তালিকায় নাম বলিউড মেগাস্টার সলমান খানের।তিনি আছেন বেশ চিন্তিত। তবে সাহস হারাননি। বাড়ানো হয়েছে তার সলমানের নিরাপত্তা। কঠোর নিরাপত্তার মধ্যেই করছেন শুটিং।এই মেগাস্টারের নিরাপত্তায় আছে ৬০ জনের বেশি সশস্ত্র নিরাপত্তারক্ষী।
বলিউড তারকা সালমান খানের কাছে পাঁচ কোটি রুপি দাবি করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। মুম্বাইয়ের ট্রাফিক পুলিশকে হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় ওই দলটি বলেছে, অভিনেতা সালমমান খান যদি তাদের পাঁচ কোটি না দিলেেএই অভিনেতার পরিণতি হবে বাবা সিদ্দিকীর চেয়েও ভয়ঙ্কর হবে।
তার উপর হুমকি বাড়লেও ব্যস্ততা বেড়েছে শুটিং নিয়ে। একোজের পাশাপাশি তিনি টিভি রিয়ালিটি শো ‘বিগ বস’সঞ্চালনাও করছেন। ভারতের রাজনীতিক বাবা সিদ্দিকির খুনের পর জোর গুনজন চলছে সলমান খানকে নিয়ে। তার জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে ভারত জুড়ে,সব মহলে। প্রায় সময় এই মেগাস্টার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। এ পরিস্থিতিতেও তিনি ঘরে বসে থাকতে না রাজ। সিদ্ধান্ত নেন শত হুমকির মধ্যেও চালিয়ে যাবেন বিগ বসের শুটিং।
জানা যায় কড়া নিরাপত্তার মাঝে শুক্রবারও তিনি শুটিং করেছেন। শুটিং সেটে ছিলেন সলমান খানের নিরাপত্তায় ৬০ জনের অধিক নিরাপত্তাকর্মী।পুরো এলাকা ঢাকা ছিল নিরাপত্তার চাদরে।
তিনি যেই রাজ্যে শুটিং করছেন সেই রাজ্য সরকার সলমান খানকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির সিকিউরিটি দিচ্ছে।সরকারের দেয়া নিরাপত্তার বাইরেও সালমানের আছে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী।সালমান খান মনে করেন চোখ কান খোলা রেখেই তিনি কাজ করে যাবেন। হুমকিতে তিনি বিচলিত নন।