পশ্চিম গুজরায় নৌকার প্রচারণায় চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ ও নারী নেত্রী শামীম আকতার

মীর আসলাম.

চট্টগ্রাম -৬ নির্বাচনী এলাকা রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়ন নৌকার প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরীর প্রচারণায় মাঠে আছেন ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ। দলটি সভাপতি শামীম আক্তার এর নেতৃত্বে মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে নারীদের নিয়ে সভা করছেন। ৭ জানুয়ারি সকলে স্বতঃফুত ভাবে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছেন।

 

জানা যায় মহিলা আওয়ামীলীগের পাশাপাশি গণ সংযোগে আছেন ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন সাবুদ্দিন আরিফ। গতকাল ৩ জানুয়ারি তিনি মহিলা আওয়ামীলীগের সভাপতি শামীম আকতারের গণসংযোগে যোগ দেন।

 

তাদের সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা অংশুমান বড়ুয়া,ইউপি সদস্য জগদীশ বড়ুয়া, ইউপি সদস্য রিটন দে, শাহাদাত হোসেন, আলম মেম্বার, প্রবাস বড়ুয়া, আবু তাহের, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টনি বড়ুয়া, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, আবদুল সাত্তার, নুর মীয়া, মাওলানা আলী, আনোয়ার আজিম, আজম, দক্ষিণ রাউজান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাফায়াত হোসেন তৌহিদ, ইসমাইল,যুবলীগ নেতা আকবর আলী জয়, রানা বড়ুয়া, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মাহমুদ তৃষাদ, সালাউদ্দিন মানিক, আরমান,রিংকি আক্তার, সায়মা জাহান তিথি, রায়হান, রিমন,নাঈম, সালাউদ্দিন, অভি, মামুন,জনি,আলমগীর, হান্নান,ওসমান,রবি,মহিউদ্দিন,সৈয়দ,নুর,সাইমন,ইয়াছিন,আহাদ, নাবিল, আরজু, রিয়াদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত