পশ্চিম গুজরায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

চট্টল সময় ডেক্স ॥

রাউজান উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন সমূহ সরকার বিরোধী বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্যেও প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে। গতকাল ২৯ অক্টোবর পশ্চিম গুজরা ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের উদ্যোগে বিশাল শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন সাহাবুদ্দিন আরিফের নেতৃতে।

 

তিনি নেতাকর্মীদের উদেশ্যে বলেন সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টিকারীদের যেখানে পাওয়া যাবে সেখানে শায়েস্তা করা হবে। ফজলে করিম চৌধুরীর শান্তির রাউজানে বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের কোনো ঘাঁটি করতে দেয়া হবে না। সমাবেশে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান, আবদুল্লাহ আল মাসুদ, আনোয়ার হোসেন, অজিত বিশ্বাস, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ রাশেদ, রিটন দে, মোহাম্মদ তৈয়ব, টনি বড়ুয়া,আবদুর রহমান, ছাত্রলীগ নেতা সাফায়েত হোসেন তৌহিদ, মোহাম্মদ ইমতিয়াজ হোসেন। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করে ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত