
মীর আসলাম :
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত রাউজান আসনের নৌকার প্রার্থী এ বি এম ফজলে করিম চৌধুরীর সমর্থনে মোটর শোভা যাত্রা করেছে স্বেচ্ছাসেবকলীগ। সংগঠনটি শোভা যাত্রা নিয়ে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে সমাবেশ করে।
এসময় বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য, ইউপি চেয়ারম্যান বাবু ভূপেশ বড়ুয়া, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রিয়াজ, উপজেলা
যুবলীগের অর্থ সম্পাদক আবু জাফর মোঃ রাশেদ, সাংবাদিক সৈয়দ আলমগীর সবুজ, ঘাতক দালাল নিলমুল কমিটির যুগ্ম সম্পাদক শওকত বাঙালি।
উক্ত মোটর যাত্রা পরিচালনা করেন রাউজান উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক শওকত হোসেন প্রমুখ। বক্তারা ৭জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।