দক্ষিণ রাউজানে সুভাষ দে’র বাড়িতে গণেশ পূজা উদযাপিত

চট্টল সময় ডেক্স :

রাউজানের বিভিন্ন গ্রামে সনাতন ধর্মাবলম্বিদের ধর্মীয় অনুষ্ঠান গণেশ পুজা উদযাপিত হয়েছে। বিভিন্ন গ্রামে নানা কর্মসূচিতে পালিত প্রতিটি পূজায় শত শত নারী পুরুষের অংশগ্রহন ছিল। দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় দুদিন ব্যাপী নানা কর্মসূচিতে গণেশ পুজার আয়োজন করেছে এলাকার ব্যবসায়ী সুভাষ ও রাজিব দে’র পরিবার। দুদিনের কর্মসূচিতে ছিল পূজা দেয়ার পাশাপাশি ধর্মসভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ।

 

১৮ ও ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত কর্মসূচিতে ধর্মীয় বক্তা ছিলেন স্বামী শংঙ্কারনন্দ গিরি মহারাজ। রুবেল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজকদের পক্ষে সুভাষ দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন পশ্চিম গুজরা ইউনিয়নের চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া, রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, দক্ষিণ রাউজান পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রকাশ সরকার, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী, রাউজান জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি চন্দন বিশ্বাস, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত