
চট্টল সময় ডেক্স ঃ
রাউজানের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীরা নতুন বই পেয়ে উৎসব করেছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ম্যনেজিং কমিটির সদস্যরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলে বিদ্যালয় প্রাঙ্গন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এরআগে উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে প্রয়োজনীয় নতুন বই সরবরাহ দেন। গতকাল ১ জানুয়ারি সোমবার সকালে উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বই উৎসব হয়েছে উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ে। এখানে শিক্ষার্থীদের বই উৎসবের উদ্বোধন করেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দীন আরিফ।
উপস্থিত ছিলেন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান সোহেল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হারুনুর রশিদ, বাবুল মিয়া, সাধন দত্ত, লাকী আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক দাশ। উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেছেন সরকারি নিদেশনা অনুসরণ করে তার অফিস থেকে প্রতিটি বিদ্যালয়ের বই পাঠানো হলে গতকাল উপজেলা জুড়ে বই উৎসব হয়।