চট্টল সময় ডেক্স :
রাউজানের কদলপুর স্কুল এন্ড কলেজ গুনিজন সংম্বর্ধনা দিয়েছে। গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার কলেজ মিলানায়তনে অনুষ্ঠিত এই সংম্বর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন সমাজ পরিবর্তনে যারা অবদান রাখেন তাদের সন্মান দেয়া সকলের নৈতিক দায়িত্ব।
আমরা গুনিজনদের যথাযত সন্মান দিতে ব্যর্থ হওয়ায় সমাজে অপরাধীর সংখ্যা বাড়ছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুমন বড়ুয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির বিদ্যাৎসাহী সদস্য সাংবাদিক মোহাম্মদ আলী, শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিশ্বজিৎ চৌধুরী, শাহজাদা মাকসুদুল আলম,জাকিরিয়া চৌধুরী, জয়নাল আবেদীন বাবু,একরাম হোসেন প্রমুখ। সভায় সমাজ পরিবর্তনে বহুমুখি অবদান রাখার জন্য জসিম উদ্দিন সিআইপিকে সংবর্ধিত করা হয়।