ইসরাইলের রাজধানী তেল আবিবে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতি গোষ্ঠি

 

চট্টল  সময়  ডেক্স ঃ

ইসরাইলের রাজধানী তেল আবিবের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তারা একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা করেছে  বলে  জানিয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হাউছিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, তাদের যোদ্ধারা তেল আবিবের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করেছে। এ সময় তারা উন্নত প্রযুক্তির হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে।

 

 

একইদিন তেল আবিবে ব্যাপক হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে রাজধানী ও শহরতলীতে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২২ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ ইসরাইলের একটি গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে হামলা করেছে। একইসাথে তারা তেল আবিবের শহরতলিতেও রকেট ছুড়েছে। এছাড়া উত্তর ইসরাইলের হাইফা নগরীর একটি নৌঘাঁটিতেও হামলা করেছে হিজবুল্লাহ। এতে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় প্রশাসন।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত