
মীর আসলাম.
রাউজান উপজেলা সমাজ সেবা কার্যালয় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় সমাজ সেবা দিবস পালন করেছে। ২ জানুয়ারি অনুষ্ঠিত এই কর্মসূচিতে ছিল র্যালী, আলোচনা সভা ও সেবা সামগ্রী বিতরণ। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগাজাই মারমা।
আলোচক ছিলেন সহকারি কমিশনার ভুমি রিদোয়ানুল ইসলাম,প্রধান আলোচক ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সমাজ সেবা কার্যালয়ের মাধ্যমে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করছে প্রবীণ,মুক্তিযোদ্ধা,বিধবা, প্রতিবন্ধি শ্রেণির মানুষকে ভাতা দিয়ে। রোগাক্রান্ত মানুষকে দেয়া হচ্ছে চিকিৎসা সহায়তা। সরকারের একটি লক্ষ্য যাতে দেশের কোনো মানুষ কষ্টে না থাকে। আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণসহ উপকার ভোগিরা।