শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে বিএনপি নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

চট্টল সময় ডেক্স.

স্বৈরচার শেখ হাসিনা প্রতিহিংসার শিকার হয়েছেন শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী। বিএনপি নেতৃবৃন্দ এই অভিযোগ করে বলেন সৎ, সাহসি দেশপ্রেমিক জননন্দিত এই নেতা জীবদশায় ভারত বিরোধীতা ও শেখ হাসিনার অন্যায় কাজের প্রতিবাদ করে আসায় তাকে মিথ্যা অভিযোগে ফাঁসী দেয়া হয়েছে। তারা বলেন তিনি জীবদশায় স্বৈরচারের বিরুদ্ধে যেসব ভবিষৎবাণী করে গেছেন তার প্রতিফলন আজ দেশের মানুষ দেখছেন।
গতকাল শনিবার বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রীসালাউদ্দিন কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকীর প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন রাউজান ও রাঙ্গুনিয়া থেকে এই প্রয়াত নেতার কবরে শ্রদ্ধা নিবেদনে আসা বিএনপি’র নেতৃবৃন্দ।

 

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী। বিএনপি নেতা ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ নুরুল হুদা চেয়ারম্যান। বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মনজুরুল হক, পৌরসভা যুবদলের সদস্য সচিব এম. শাজান শাকিল, যুগ্ম আহবায়ক কাজী রাশেদুল জামান জুয়েল, সৈয়দ তৌহিদুল আলম, বিএনপি নেতা মোহাম্মদ লেদু, ইউছুপ তালুকদার, সরোয়ার খান মঞ্জু,ছোটন আজম, মোহাম্মদ কামাল উদ্দিন, আবুল কাসেম রানা, সেলিম উদ্দিন, দিদার আলী, সৈয়দ ফয়জুল রনি, রিয়াদ চৌধুরী, রিয়াজ উদ্দিন চৌধুরী, কাসেম উদ্দিন সোহাগ, আলী ফুরকান, আবদুল করিম, সোহেল, মুন্না বড়ুয়া, হেলাল উদ্দিন রাজু, সাদ্দাম, এরশাদ, জয়নাল আলম, , মোহাম্মদ সাবু, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমজাদ হোসেন, জামসেদ । উল্লেখ্য এই নেতার পরিবারের পক্ষ থেকে এদিন দেয়া হয় খতমে কোরআন, আয়োজন করা হয় দোয়া মাহফিলের।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত