রেললাইন রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি জনসাধারণকে ভুমিকা রাখতে হবে –ফজলে করিম এমপি

চট্টল সময় ডেক্স:

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। যোগাযোগ ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। কক্সবাজার পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি কুমিল্লার লাঙ্গলকোটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা স্থান পরিদর্শন কালে বলেন এই ঘটনায় যারা জড়িত থাকার প্রমান পাওয়া যাবে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের উদ্দেশে বলেন দেশের সম্পদ,রেললাইন রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে। নাশকতাকারীদের দেখলে ধরে আইন প্রয়োগকারী বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। উল্লেখ্য যে,গত ১৭ই মার্চ রোববার চট্টগ্রাম থেকে সিলেটগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ টি বগি লাইনচ্যুত হয়। তিনি গতকাল ২৩ মার্চ শনিবার কুমিল্লার লাঙ্গলকোটে ঘটনাস্থল পরিদর্শন করতে আসে স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন।

 

 

এসময় তার সাথে ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও রেলমন্ত্রী জিল্লুল হাকিম, সংসদ সদস্য শফিকুল ইসলাম, সংসদ সদস্য নুরুন নাহার, রেল মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবির, ডিজি সর্দার শাহাদাত হোসেন, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, রেলওয়ে পুলিশ সুপার হাসান আলী, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান, রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত