রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন ঃ মঙ্গল শোভাযাত্রা নারী-পুরুষের ঢল

চট্টল সময় ডেক্স.

রাউজানে বিজয়া সম্মিলনীর মধ্যদিয়ে দেবী দুর্গার বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। পাঁচদিন ব্যাপী শারদীয় দুর্গা পূজার বিসর্জন উপলক্ষে চট্টগ্রাম- রাঙ্গামাটি সড়ক ও কাপ্তাই সড়কে প্রতিমা সহকারে মঙ্গল শোভাযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা।

 

২ অক্টোবর বৃহস্পতিবার বিকালে রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয় পৌর এলাকার অপরাজিতা সেবাশ্রম মাঠে। পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপ্ত চৌধুরীর সঞ্চালনায় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, বিশেষ অতিথি ছিলেন রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দীলিপ কুমার চক্রবর্তী,

 

অপরাজিতা সেবাশ্রম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাধন চক্রবর্তী, প্রধান বক্তা ছিলেন বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ শীল। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি  অশোক পালিত,  পৌর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি তপন চৌধুরী (মনু), দিবাকর বোস, গৌকূল চৌধুরী, মিঠুন পালিত,  ত্রিপল চৌধুরী, রুবেল পালিত, প্রনব দে অনি, শুভ শীল প্রমূখ। অপরদিকে উপজেলা পূজ উদযাপন পরিষদ মঙ্গল শোভাযাত্রা করেন চট্টগ্রাম রাঙামাটি সড়কে র মাস্টার দা সূর্য গেইট থেকে। পূজা কমিটির সভাপতি অরুণ পালিত বাসু ও সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্তের নেতৃত্বে এ শোভাযাত্রায় বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দরা অংশ গ্রহণ করে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত

সর্বশেষ