
মীর আসলাম.চট্টল সময়
চট্টগ্রাম–রাঙ্গামাটি সড়কের রাউজান পৌরসভার বাইন্যা পুকুর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল ও প্যাডেল সাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী মারা গেছে। ঘটনায় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে প্যাডেল সাইকেল চালক। ঘটনাটি ঘটেছে গত বুধবার সন্ধ্যার আগে। জানা যায় নিহত ব্যক্তির নাম মোহাম্মদ সাজ্জাদ তিনি ডাবুয়া ইউনিয়নের হিংগলা গ্রামের শেখ আহমদের ছেলেন। আহত ব্যক্তির নাম অমল দে (৪০)। তিনি পৌরসভার নয় নম্বার ওয়ার্ডের বসিন্দা নারায়ণ দে এর ছেলে।
স্থানীয়রা জানিয়েছে সাজ্জাদ মোটরসাইকেল চালিয়ে আসার পথে সামনে থাকা প্যাডেল সাইকেলের উপর এসে পড়ে। এতে দুই বাহনের চালক গাড়ি উল্টে রাস্তায় ছিটকে পড়ে। গুরুতর আহতাবস্থায় দুজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সাজ্জাদ মারা যায়। অপরজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জানতে চাইলে রাউজান হাইওয়ে থানার ওসি মুহাম্মদ উল্লাহ বলেন সড়ক দুর্ঘটনার কথা তিনি শুনেননি।





