রাউজানে উৎসবমূখর ছিল দুর্গোৎসব * মন্ডপে উপস্থিতি ছিল না গিয়াস-খোন্দাকার* চমক ছিল জামায়েতের শাহজাহান মঞ্জুর

চট্টল সময় ডেক্স ঃ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে শেষ হয়েছে। প্রতিটি মন্ডপে পূজার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বিশেষ করে নবমীর রাতে ও দশমিতে বিসর্জনের সময় পূজার্থীদের উৎসাহ উদ্দীপনা ছিল ব্যাপক হারে। তবে এবার পূজা মন্ডপে সশরীরে দেখা যায়নি বিএনপি’র শীর্ষ নেতা রাউজানের সাবেক দুই সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে। তবে মন্ডপে মন্ডপে ঘুরে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে জামায়েত ইসলামীর নেতা আগামী সংসদ নির্বাচনে রাউজান থেকে দলের মনোনিত প্রাথী শাহাজান মঞ্জুকে।

খবর নিয়ে জানা যায় বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দেশের বাইরে থাকায় তিনি পূজার অনুষ্ঠানে আসতে পারেননি। তার শূন্যস্থান পূরণ করেছেন তার পুত্র ক্রীড়া সংগঠক সামির কাদের চৌধুরী। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মন্ডপে গিয়েছেন। নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন। শুভেচ্ছা বিনিময় করেছেন পূজার্থীদের সাথে।
অবশ্য গোলাম আকবর খোন্দকারকে রাউজানের কোনো মন্ডপে দেখা না গেলেও তার অনুসারি নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়নের মন্ডপে গিয়ে নেতার পক্ষে সনাতন ধর্মাবলম্বিদের শুভেচ্ছা জানিয়েছে।
স্থানীয়রা বলেছেন এবার দুর্গোৎসবে জামায়েত নেতা উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত

সর্বশেষ