ভারতে মেয়েদের ইজ্জত রক্ষায় হাতে দিল তরোয়াল

চট্টল সময় ডেক্স.

পশ্চিম বঙ্গের আজকাল ওয়েবডেস্ক এর একটি রির্পোটে বলা হয়েছে কোনও ব্যক্তি অসৎ উদ্দেশ্য নিয়ে কোনও মহিলাকে স্পর্শ করলে যাতে তাকে উচিত শিক্ষা দেওয়া যায়, তাই গেরুয়া শিবিরের তরফে তরোয়াল দেওয়া হল মেয়েদের। এমন ঘটনাটি ঘটেছে বিহারের সীতামারহি জেলায়।

প্রতিবেদনে বলা হয়েছে শনিবার চলছিল দশমী পালন। সেই উদযাপনের সময়ই বিজেপি  বিধায়ক মিথিলেশ কুমার মেয়েদের মধ্যে তরোয়াল বিতরণ করেন। সীতামারহি শহরের কাপরোল রোডের একটি পূজা প্যান্ডেলের সমাবেশে ভাষণ দেওয়ার সময় মেয়েদের বোন সম্বোধন করে বিধায়ক জানিয়েছেন, যদি কোনও অসৎ ব্যক্তি বোনদের স্পর্শ করার সাহস করে, তাহলে এই তরোয়াল দিয়ে তাঁর হাত কেটে ফেলা হবে।”

এরপরই তিনি বলেন, প্রত্যেকে আত্মরক্ষা করতে হবে। মেয়েদের যারা অসম্মান করবে তাদের ধ্বংস করতে হবে। প্রয়োজনে তরোয়াল দিয়ে হাত কেটে শিক্ষা দিতে হবে।

মিথিলেশ কুমার তার এই উদ্যোগকে সমর্থন করার জন্য জনগণের কাছে আবেদন জানান। মানুষকে বিশেষ করে মহিলাদেরকে উত্সাহিত করেন আত্মনির্ভর হতে। এদিন স্কুল-কলেজগামী মেয়েদের মধ্যে তরোয়াল বিতরণ করাও হয়। মিঃ কুমার এদিন অনুষ্ঠানে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র, তরোয়াল এবং অন্যান্য অস্ত্র প্রদর্শন করেন এবং তাদের পূজা করেন।

প্রসঙ্গত, মিথিলেশ কুমার বিহারের সীতামারহি কেন্দ্রের বিজেপি বিধায়ক। নবরাত্রির সময় হিন্দু সম্প্রদায়ের একটি অংশের মধ্যে অস্ত্রের পূজা একটি এতিহ্য হিসেবে দেখা হয়। তবে মেয়েদের তরোয়াল বিতরণের খবর ছড়াতেই শুরু হয়েছে বিতর্ক। (রির্পোট আজকাল ওয়েবডেস্ক থেকে নেয়া)।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত