
চট্টল সময় ডেক্স ঃ
রাউজানের ঐতিহ্যবাহী নোয়াপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ব শিক্ষক দিবসে নিজেদের বিদ্যালয়ের অবসর নেয়া এক শিক্ষককে বিদায় সংবর্ধনা দিয়েছে। ৭ অক্টোবর সোমবার দুপুরে বিদ্যালয় আয়োজিত এই সংবর্ধনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের তাৎপয্য তুলে ধরে শিক্ষক শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। শিক্ষক ও শিক্ষকতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বক্তাগণ শিক্ষাঙ্গানের নিবেদিত প্রাণ অবসর নেয়া শিক্ষক মোহাম্মদ আবুল ফয়েজের ত্যাগ ও মেধার প্রশংসা করেন। এই সভায় সভাপতিত্ব করেন নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জানে আলম।
সভাপতি তার বক্তব্যে বলেন, অবসরে যাওয়া শিক্ষক এম এ ফয়েজ সুদীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর কাজে ব্যয় করেছেন। শ্রেণি কক্ষে অথবা বাইরে পাঠদানের ক্ষেত্রে কেউ কোনো দিন তার অবহেলা দেখেননি। এই শিক্ষক ছিলেন সকল শিক্ষার্থীর জন্য একজন আর্দশবান শিক্ষক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. খবির উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শরীরচর্চা শিক্ষক মো. জব্দুল হক, মাওলানা আলাউদ্দিন আল কাদেরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা নাজিম উদ্দিন, সিরাজুল মুনীর, বাবলু দাশ, শিক্ষিকা লক্ষ্মী রানী বৈদ্য, আইরিন দিলরুবা, দশম শ্রেণির শিক্ষার্থী উম্মে তাহেরা শাফলা, নাহিদা আক্তার, সাফিয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।