
মীর আসলাম.
রাউজানের পাহাড়তলী খাদেমুল ইসলাম সুন্নিয়া মাদরাসা পবিত্র মিরাজুন্নবী (দ.), ও খাজা গরীবে নেওয়াজের ফাতেহা শরীফ ও বার্ষিক পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠঅন থেকে সংবর্ধনা দেয়া হয় সমাজ সেবক শেখ নবী সিআইপিকে।
গত ৯ ফেব্রুয়ারী (শুক্রবার) শেখপাড়া মাদ্রাসার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ শফি উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সমাজ সেবক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুন নবী। সভায় মাদরাসা উন্নয়নে অবদান রাখায় শ্রেষ্ঠ করদাতা স্বীকৃতি পাওয়া শেখ নবী সিআইপিকে। মাহফিলের উদ্বোধন করেন আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা হাজী মোহররম আলী।
বিশেষ অতিথি ছিলেন আব্বাস আলী চৌধুরী, মেম্বার আব্দুল করিম চৌধুরী বাবু, মোহাম্মদ সালাউদ্দিন কাদের চৌধুরী।
প্রধান আলোচক ছিলেন রাঙ্গুনিয়া হযরত ইমাম হোসেন সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন নূরী। মাদ্রাসার সুপার মাওলানা বশির উদ্দীন আহমদী, আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম। মিলাদ পরিচালনা করেন মুন্সি কাবিতাং চৌধুরী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফরিদ উদ্দীন বদরী। মাহফিল শেষে একাডেমিক পুরস্কার ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।