নোয়াপাড়া ভারতশ্বরী প্লাজায় রেস্তোঁরায় আগুন পুড়েছে ১৫ লাখ টাকার সম্পদ

চট্টল সময় ডেক্স ঃ

রাউজান নোয়াপাড়া পথেরহাটের তাকওয়া নামের একটি অভিজাত রেস্তোরাঁ আগুনে পুড়ে ছাই হয়েছে। সময়মত ফায়ার সাভিস না আসলে রেস্তোরাঁর সংরক্ষিত কয়েকটি গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে বড় ধরণে দুর্ঘটনা ঘটতো।

 

মার্কেটের দ্বিতীয় তলার ফ্লোরের এই রেস্তোঁরায় পাশে ছিল দুটি ব্যাংকসহ পাঁচটি ইলেক্ট্রোনিক্স শোরুম, কাপড়ের দোকান ।
গতকাল ১৫ ফেব্রুয়ারি বুধবার  গভীর রাতে বৈদ্যুতিক সার্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে রেস্তরাঁর মালিক পক্ষ জানিয়েছে।

 

পথেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক জুয়েলারী ব্যবসায়ী জিয়াউর রহমান বলেছেন রেস্তোরাঁটি ভারতশ্বরী প্লাজা ২য় তলায় আবস্থিত। রাত প্রায় চারটার দিকে মার্কেটের নিচ থেকে দারোয়ান ধুয়া বের করতে দেখে বিষয়টি তাকে মোবাইলে জানায়।

 

তিনি সংবাদ পেয়ে ফায়ারসার্ভিস ও পুলিশকে ফোনে জানিয়ে শহর থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে দ্রুত মার্কেটে আসেন। সংবাদ পেয়ে কালুরঘাট ও রাউজান ফায়ার সার্ভিস এর গাড়ি এসে আগুন নিভিয়ে ব্যাংকসহ মার্কেটের অন্যান্য দোকান রক্ষা করে। পরিদর্শন করে দেখা যায় রে¯েঁÍারার ভিতরের সব আসবাবপত্র, সিলিং,এসিসহ সবকিছু পুড়ে ছাঁই হয়ে গেছে। রোস্তোঁরার মালিক মোহাম্মদ ফারুকের দাবি এই ঘটনায় তাদের আনুমানিক ১৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত