
চট্টল সময় ডেক্স ঃ
সীতাকুন্ডে এক যুবতিএকদল দুর্বৃত্তের হাতে ধর্ষণের শিকার হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে যুবতিকে ওই যুবতি সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে এই পাশবিক নির্যাতনের শিকার হয় বলে স্থানীয়রা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাটি পুলিশকে জানালে থানা পুলিশ ধর্ষিতা যুবতিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় সূত্র সমূহ জানিয়েছে ধর্ষিতা একটি কলেজের শিক্ষার্থী। সূত্র মতে শনিবার দুপুরে ওই শিক্ষার্থী তার বন্ধু রাকিব (২৫) এর সাথে সৈকতে ঘুরতে যায়। তারা দুজন সৈকতের পশ্চিম পাশের একটি বাগানের ভিতর দিয়ে সৈকতে যাওয়ার পথে ভেতরে কয়েক দুর্বৃত্ত বন্ধু রাকিবকে মারধর করে ওই শিক্ষার্থীকে ছিনিয়ে নিয়ে যায় সৈকতের কাছে একটি ঝোপের ভিতর। তারা সেখানে তাকে ধর্ষণ করে। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তারা ধর্ষিতাকে উদ্ধার করতে গেলে ধর্ষকরা পালিয়ে যায়।
ধর্ষণের শিকার শিক্ষার্থী উদ্ধারকারীদের জানায় তার বন্ধু রাকিবকে নিয়ে সৈকতে বেড়াতে এসেছিলেন। সাগর পাড়ে যাওয়ার পথে দুর্বত্তরা রাবিককে মেরে তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। পরে তারা পালাক্রমে তার উপর পাশবিক নির্যাতন চালায়। বহু আকুতি-মিনতি করেও আমি রক্ষা পায়নি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন এখানে সৈকতে অনেক পর্যটক আসেন। কিন্তু প্রশাসনের পক্ষে পর্যাপ্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি। একারণে প্রতিনিয়ত নানা অপরাধ কর্ম ঘটায় দুর্বৃত্তরা। সংঘবদ্ধ দুর্বৃত্তরা নানা অপরাধ সংঘটিত করলেও সাধারণ মানুষ ভয়ে প্রতিবাদ করতে সাহস করে না। এবিষয়ে জানতে চাইলে
সীতাকুন্ড থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পুলিশ দুর্বৃত্তদের সনাক্ত করে গ্রেফতার করতে কাজ করছে।