চুয়েট সাপ্লাই চেইন এন্ড বিজনেস অ্যালায়েন্সের নতুন কমিটিতে সভাপতি নাফিজুল- সম্পাদক তানিম

চট্টল সময় ডেক্স ঃঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) এর শিক্ষার্থীদের সংগঠন সাপ্লাই চেইন এন্ড বিজনেস অ্যালায়েন্স (এসসিবিএ) নতুন নেতৃত্ব পেয়েছে।সংগঠনটির ২০২৪-২৫ মেয়াদের  জন্য ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি  ঘোষণা করে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেছেন ইলেকট্রনিক এন্ড টেলিযোগাযোগ  প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো:নাফিজুল আলম এবং একই বর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ওয়াসিফ সাদমান তানিম কে। গত ৫ই অক্টোবর (শনিবার) এই সংগঠনটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগের কমিটির সভাপতি জুবাইর জিদান নতুন কমিটি ঘোষণা করেন বলে জানা যায়। ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে আরো যারা রয়েছেন, তাদের মধ্যে সহ-সভাপতি চতুর্থ বর্ষের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ফারহানা রহমান উপমা, যন্ত্রকৌশল বিভাগের ইয়াদ হোসেইন সাজিদ ও কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল  বিভাগের সাবিক আফতাহি। অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক মুহাইমিনুল ইসলাম নুবায়ের , অর্থ সম্পাদক ফাহিম সাদাত বারি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরশাদ, এম আর খান সিক্ত ও রিফাত জামান , সাংগঠনিক সম্পাদক শায়লা শারমিন স্নিগ্ধা ও অভিজিৎ চৌধুরী, অর্থ সম্পাদক অনুরাগ নন্দী প্রমূখ।

উল্লেখ্য, সাপ্লাই চেইন এন্ড বিজনেস এলায়েন্স ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি মূলত সাপ্লাই চেইন, ব্যবসায়িক বিষয়াবলি এবং শিল্পোদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উদ্ভুদ্ধ করে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত