আর কোনদিন এদেশের মানুষ রাতের ভোটে নির্বাচন চায় না, হতে দেয়া হবে না-আসলাম চৌধুরী

কাইয়ৃম চৌধুরী.চট্টল সময় ঃ

 

কারা নির্যাতিত বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরী এফসিএ বলেছেন বিগত ১৫টি বছর জাতির ভোটাধিকারকে ছিনতাই করে গণতন্ত্র ও বাক স্বাধীনতাকে হত্যা করেছিল স্বৈরাচারী হাসিনা সরকার । স্বেরচার হাসিনা ক্ষমতাকে চিরস্থায়ী করতে জাতীয়,স্থানীয় সব নির্বাচনে দলীয় সন্ত্রাসী ও তার আজ্ঞাবহ বিভিন্ন বাহিনী দিয়ে জনগণের ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করেছিল।

 

তাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদের মূখ বন্ধ করতে গুম,খুন,নির্যাতন,নিপিড়নের কৌশলে শাসন ব্যবস্থা চালু করে রেখেছিল। ১৭ বছর ধরে তার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী হাসিনার পতন ঘটিয়েছে। তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন এ দেশের জনগণ আর কোন স্বৈরচার  দেখতে চায় না, কোনো দিন রাতের ভোটের অবৈধ নির্বাচন মেনে নেবে না। জনগণের ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত করবে এদেশের মানুষ । তিনি আরো বলেন নির্বাচনী ব্যবস্থাকে ধংস করে দিয়ে হাসিনা প্রহসনের নির্বাচনের মাধ্যমে লুটেরাদের গায়ে সংসদ সদস্য লেভেল লাগিয়েছে। এসব ভোট চোরদের মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে।

 

২০ অক্টোবর , রোজ রবিবার সকাল ১১ টায় আসলাম চৌধূরীর ফৌজদারহাটস্থ বাসভবনে সীতাকুন্ড পৌরসভা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।

সীতাকুন্ড পৌরসভা বিএনপির আহবায়ক জাকির হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সালেহ আহমেদ সলুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির যূগ্ম আহবায়ক কাজী সালাউদ্দিন,সীতাকুন্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন,পৌর বিএনপির সাবেক সভাপতি ইউসুপ নিজামী,সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ ,মুক্তিযোদ্ধা আবুল মনছুর,মোজাহের উদ্দিন আশরাফ,নাছির উদ্দিন,মোঃ সেলিম,মোঃ বাবুল,আবু সিদ্দিক বাল্লা,মোঃ রুবেল,সাইফুল ইসলাম,মোস্তফা,আলমগীর ইমরান,শামসুল আলম,শহিদুল্লাহ,কামরুল,আবুল কালাম , জামশেদ,মোস্তাফিজুর রহমান,আলাউদ্দিন,রফিক,সোহাগ,আবু বক্কর,ছালাউদ্দিন,বখতিয়ার উদ্দিন,মোঃ আলী,যুবদলের আহŸায়ক অমলেন্দু কনক,সদস্য সচিব জিয়া উদ্দিন,সেচ্চাসেবক দলের আহŸায়ক মামুন রেজা,শ্রমিক দলের মোঃ সাদেক,কৃষকদলের আফসার,মৎস্যচীবি দলের হান্নান,মহিলা দলের মাকসুদা বেগম,ফজিলেতুন নেছা হোসনা,ছাত্রদলের ইসমাইল হোসেন,জিকু সাকিল প্রমুখ।

 

 

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত