অপরাধে  জড়িতদের বিরুদ্ধে  শুরু হয়েছে  চিরুনী অভিযান

চট্টল সময় ডেক্স

 

দেশের বিভিন্নস্থানে চলমান নৈরাজ্যকর পরিস্থিতি সসামাল দিতে এখন কঠোর পদক্ষেপ নিতে শুরু  করেছে অন্তবর্তীকালীন সরকার। সরকারের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে বিশেষ অভিযানে নেমেছে এখন পুলিশ। এই অভিযানে ধরা হচ্ছে সন্ত্রাসী, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং। এই বিশেষ অভিযান জোরদার করেছে ২৮ অক্টোবর থেকে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম পুলিশের সর্ব্বোচ্চ পর্যায় থেকে এই বিশেষ বার্তা বাহিনী সব ইউনিটকে পাঠানো হলে সারা দেশে এ্য্যাকশশ শুরু হয়েছে।

 

পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এই বার্তায় বলা হয়েছে দেশব্যাপী ১৮ অক্টোবর থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, গুরুত্বপূর্ণ হত্যা মামলার আসামিসহ অন্যান্য মামলার আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। অপরাধপ্রবণ এলাকায় চিরুনি অভিযান চলছে।

 

ইতিমধ্যে  দেশব্যাপী অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে। বিগত সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়ায় যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল, তাদের বিরুদ্ধেও মামলা, গ্রেপ্তারসহ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত