রাউজানে এনসিপি মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন জিলানীর মতবিনিময় সভা

মীর আসলাম.চট্টল সময়

চট্টগ্রাম রাউজান নির্বাচনী আসন থেকে সমাগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়  নাগরিক পাটি( এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে রাউজানে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় নাগরিক পার্টির  মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর শ্রমিক শক্তির প্রধান সমন্বয়ক  মুহাম্মদ মহিউদ্দিন জিলানী।

 

নিজ নির্বাচনী এলাকায় জাতীয় নাগরিক কমিটির  সমন্বয়ক পদে থাকা জিলানী তার বক্তব্যে বলেন২৪এর যে পরিবর্তন এসেছে, বাকরুদ্ধ মানুষের মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে। জনগণের কল্যাণকে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। জুলাই এর ছাত্রজনতার অভ্যুত্থানকে কাজে লাগিয়ে রাউজানকে চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারমুক্ত উপজেলায় পরিণত করতে চাই।  এই লক্ষ্য অর্জনের জন্য আমি জুলাই বিপ্লবে সক্রিয় অংশ নিয়েছিলাম। এনসিপি রাজনীতির সাথে যুক্ত হয়ে কাজ করছি। এখন এই সুযোগকে কাজে লাগাতে পারলে এই উপজেলাকে শান্তির জনপদের পরিণত করতে পারব। এই লক্ষ্য পূরণে আগামী নির্বাচনে শাপলা কুড়ি প্রতিক নিয়ে রাউজান থেকে  নির্বাচন করতে দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি রাউজানবাসীর সমর্থন চাই।

 

 

 বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে তিনি নিজের এই অভিমত তুলে ধরেন। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন শ্রমিক সংগঠক ইকরাম মাসুদ,  শিক্ষক ইকবাল হোসেন, মঈনুদ্দিন, সমাজসেবক মুহাম্মদ সোলেমান, মোহাম্মদ মন্নান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত