
চট্টল সময় ডেক্স.
দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের হ্যাপী ক্লাস পাটি ও বার্ষিক পুরস্কার বিতরণী সভায় ১৬ নভেম্বর রোববার নগরীর ওই স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক মিসেস রুমা খানম এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু,। তিনি তার বক্তব্যে বলেন পড়া লেখার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ক্রীড়া, সাংষ্কৃতি ও সুস্থ্য বিনোদনের ব্যবস্থা করা অপরিহায্য। দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে বণাঢ্য জাকঝমক পূণ এই হ্যাপী ক্লাস পাটি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হতে পারে। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মিসেস রুমা খানম বলেন চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রী , শিক্ষক ও পরিচালনা পরিষদের সকলেই এক পরিবারের সদস্য। সকলের একটি চেষ্টা যাতে এই স্কুলকে সেরাদের তালিকায় রাখা।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সহ প্রচার সম্পাদক মোহাম্মদ সোহাগ জোমাদ্দার, বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক শিক্ষানুরাগী মো: শহিদুল ইসলাম, মো: জামাল হোসাইন, নূর মোহাম্মাদ, অভিভাবক প্রতিনিধি আব্দুল মান্নান, মিসেস লিপি বেগম, মোহাম্মদ রাসেল।
বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক নিপা আক্তার নিভা, রঞ্জিতা দাশ, মিসেস শারমিন আকতার, নুসরাত জাহান, শিক্ষার্থী কুতুব উদ্দিন কাইফ, তাসমিন আক্তার তাজিয়া, জান্নাতুল ফারিয়া, মো: ফয়সাল প্রমুখ।





