নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলায় ইউএনও শিক্ষার্থীদের মনষ্কতা এখন আমাদের মনে আশা জাগায়

মীর আসলাম.চট্টল সময়.

রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করতে এসে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেছেন আজকের শিশু কিশোর শিক্ষার্থীদের বিজ্ঞান মনষ্কতা আমাদের মনে নতুন নতুন আশা জাগায়। আমরা তাদের প্রযুক্তি জ্ঞান ও উদ্ভাবনী শক্তিকে বিকাশিত করা ক্ষেত্র সম্প্রসারিত করার সুযোগ করে দিতে পারলে তারাই হবে একেক জন বিজ্ঞানী।

 

গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে এই মেলায় ২৫টি দল পৃথক পৃথক স্টলে শিক্ষার্থী তাদের প্রযুক্তি বিষয়ক উদ্ভাবনী প্রদর্শনীর আয়োজন করেন।
এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিব উল্লাহ। শিক্ষক আয়রিন দিলরুবার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার সহকারি কমিশনার ভুমি অংচিং মারমা,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সজল চন্দ্র চন্দ। বক্তব্য রাখেন মিন্টু কুমার রড়ুয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নুরুল আবছার, শিক্ষক খবির উদ্দিন,দেবু প্রসাদ বড়ুয়া প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত

সর্বশেষ