অভির পর মারা গেল তানিম . সিসি ফুটেজ দেখে একজন গ্রেফতার

চট্টল সময় ডেক্স.

গত ১৪ অক্টোবর রাতে হাটহাজারী থানধীন চিকনদন্ডী ইউনিয়নের চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকার দুর্বৃত্তদের হামলায় নিহত ছাত্রদল নেতা অভিদাশের পর মারা গেলেন তার সাথে থাকা আহত ছাত্রদল কর্মী তানিম (২০)। তিনি ঘটনার সময় আহত হওয়ার পর থেকে হাসপাতালের আইসিও-তে চিকিৎসাধীন ছিলেন। এদিকে হাটহাজারী মডেল থানা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে খুনের ঘটনার সাথে জড়িত একজনকে সিসিক্যামরার ফুটেজ দেখে গ্রেফতার করেছে। গ্রেফতার করা ওই যুবকের নাম আবসার উদ্দিন(১৮)।

১৫ অক্টোবর বুধবার হাটহাজারী মডেল থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া তানিম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বলেছেন ঘটনায় আহত তানিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। থানা পুলিশ সূত্রে জানা যায় হত্যাকান্ডের ঘটনায় ধারণকরা ভিডিও সিসিফুটেজ দেখে ওই রাতেই আবসার উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য যে, নিহত তানিম উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের সরকারহাটস্থ চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের পুত্র। অভি দাস চিকনদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার মিন্টু দাসের পুত্র।

 

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত