উরোজাহাজে বোমা আতংকে অস্বস্তিতে ভারত

চট্টল সময় ডেক্স্.

আকাশে বিমান উড়ানো নিয়ে বেশ আতংকের রয়েছে ভারত। একের পর বোমা হুমকির মধ্যে দেশটি রয়েছে অস্বস্তিতে।এবার বোমা হামলার হুমকি ভিস্তারার বিমানে।  এমন সংবাদে দিল্লি থেকে লন্ডনগামী বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়লে  জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিমানটি জরুরি অবতরণ করে। নামিয়ে আনা হয় যাত্রীদের। পরে গোটা বিমান তল্লাশি। পরে সিদ্ধান্ত নিরাপদ ঘোষনায় গন্তব্যের উদ্দেশে উড়ার। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুসারে গত কয়েক দিনে অন্তত ২০ টি বিমানে ৩৫ এর বেশি বোমা হুমকি বার্তা পেয়েছে ভারতে আসা যাওয়ায় থাকা বিমান সংস্থা গুলো।

সংবাদের প্রকাশ পেয়েছে, ভিস্তারার ইউকে১৭ বিমানটি শুক্রবার দিল্লি থেকে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। মাঝ আকাশে বোমার হুমকির কথা পাইলটের কানে পৌঁছায়। একটি গোষ্ঠি বিমানে বোমা রাখা আছে বলে খবর ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।

 

যাত্রীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে পাইলট বিমানের জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তিনি জার্মানির ফ্রাঙ্কফুর্টেই বিমানটিকে অবতরণ করানো হয়। শনিবার সকালে বিমান সংস্থার পক্ষে জানানো হয়, লন্ডনগামী বিমানটি ফ্রাঙ্কফুর্টে নির্বিঘ্নে অবতরণ করেছে। সেখানে নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষা চলছে। নিরাপত্তা সংস্থার সবুজ সঙ্কেত পেলে ফের বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করবে। অন্যদিকে, শনিবার আবার জয়পুর থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে বোমাতঙ্ক ছড়ায়। সকাল ৬টা ১০ মিনিটে বিমানবন্দর থেকে ওড়ার কথা ছিল বিমানটির। কিন্তু বোমাতঙ্কের জেরে এক ঘণ্টারও বেশি দেরিতে ছাড়ে সেটি। তবে তল্লাশিতে কিছুই মেলেনি।

 

এদিকে, শুক্রবার বেঙ্গালুরু থেকে মুম্বইগামী আলাস্কা এয়ারের বিমান কিউপি১৩৬৬ ওড়ার কয়েক মুহূর্ত আগে হুমকি পায়। ওই বিমানেও বোমা রাখা আছে বলে খবর ছড়ায়। যাত্রীদের বিমান থেকে নামিয়ে গোটা বিমানে তল্লাশি চালিয়েও কিছু মেলেনি। পরে যাত্রী–সহ বিমানটি রওনা দেয়। এই নিয়ে ২৪ ঘণ্টায় তিনটি বিমানে বোমাতঙ্ক ছড়াল।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত