ইসরায়েলের সেনা ঘাঁটিতে হিজবুল্লাহ জোড়ালে  হামলা বহু হতাহত

চট্টল সময় ডেক্স.

ইসরায়েলের বিরুদ্ধে ইরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ জোড়ালে আক্রমন চালিয়েছে ইসরাইলের একটি সেনা ঘাঁটিতে। ওই ঘাটিতে লক্ষ্য করে হিজবুল্লাহ ড্রোন হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।আহত হয়েছে বহু সেনা।

 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এই হামলার কথা স্বীকার করে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি;র সংবাদ মাধ্যমকে। জায়েনবাদি ইসরাইলের  সেনা ঘাটিতে এই হামলা হয় সোমবার (১৪ অক্টোবর)।

 

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হাইফার দক্ষিণে প্রায় ২০ মাইল ( ৩৩ কিলোমিটার) দূরে ওই ইসরায়েলি সেনা ঘাঁটিতে এই হামলা চালানো হয়। আহতদের সেনাদের মধ্য মধ্যে ৭ সেনার অবস্থা আশঙ্কাজনক। অনেককে নিকটবর্তী হাদেরার হিল্লেল ইয়াফে মেডিকেল সেন্টারে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের তেল হাশোমার, হাইফা, আফুলা এবং নেতানিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হামলার পরপরই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত