ছামিদর খোয়াং গাউছিয়া কমিটির পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

চট্টল সময় ডেক্স ঃ

পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে দক্ষিন রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ছামিদর খোয়াং গাউছিয়া কমিটি স্থানীয় ঈদগাহ ময়দানে এক আজিমুশ্শান নূরানী মিলাদ মাহফিল আয়োজন করেছে। এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ  উদ্যোগে এই আয়োজন করা হয় ২৩শে সেপ্টেম্বর সোমবার ।

 

দিনের প্রথম কর্মসূচিতে ছিল নাত ও ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২য় পর্বে  বাদে মাগরিব হতে খতমে গাউছিয়া শরীফ এবং নাতে জলসাসহ ছিল মিলাদ মাহফিল। মাওলানা রেজাউল করিম আল-কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান আলোচক ছিলেন গহিরা এফ কে জামেউল উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা মুহাম্মদ ফখরুদ্দিন আল-কাদেরী।

 

সংগঠনের সদস্য  মুহাম্মদ তৌহিদ উল্লাহ রায়হানের সঞ্চলনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন হাফেজ মুহাম্মদ আবুল হোসাইন আল-কাদেরী, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম তৈয়্যবীয়া সাত্তার জামে মসজিদের খতিব মাওলানা রিদওয়ানুল হক আল-কাদেরী। বক্তব্য রাখেন হাফেজ মুহাম্মদ হারুন আল-কাদেরী,  হাফেজ মুহাম্মদ মনজুরুল ইসলাম, ডাঃ মোঃ নজরুল ইসলাম, মোঃ সালামত উল্লাহ বাবুল, মোঃ রফিক, মোঃ ইলিয়াস, মোঃ নাছের তালুকদার, মোঃ তৈয়ব, মোঃ রাশেদ, মোহাম্মদ সাহেদ,প্রবাসী মোঃ নাজিম, মোঃ খোকন, মোঃ জাহাঙ্গীর প্রমুখ। হয়। নাতে জলসায় ছিলেন শায়ের মুহাম্মদ তৈয়ব রেযা, শায়ের মুহাম্মদ আছাদ রেযা, শায়ের মুহাম্মদ এরশাদ সহ আরো অনেকে।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত