
চট্টল সময় ডেক্স ঃ
রাউজান থানায় নতুন একজন  পুলিশ পরিদর্শক (ওসি)  যোগদান করেছেন।  মীর মাহাবুবুর রহমান নামের এই পুলিশ পরিদর্শক গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর)  থানায় যোগদান করলে রাউজান থানায় কর্মরত পুলিশ সদস্যবৃন্দ তাকে ফুল দিয়ে বরণ করেন।
জানা যায় এই পুলিশ কর্মকর্তা রাউজান থানায় যোগদানের আগে পুলিশ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করছেন চাঁদপুর জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)তে।
উল্লেখ্য গত ২ সেপ্টেম্বর রাউজান থানার ওসি জাহিদ হোসেনকেসহ চট্টগ্রামের ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে প্রত্যাহার করা হয়েছির। ওসি বিদায় নিলে রাউজান থানার দায়িত্বে ছিলের ওসি (তদন্ত)  সিদ্দিকুর রহমান।
বদলি করা হয়।  পরবর্তীতে তাকেও বদলি করা হয় বরিশাল রেঞ্জে।
								
															
															




