
চট্টল সময় ডেক্স ঃ
সদ্য জন্ম নেয়া নিঃষ্পাপ এক কন্যা শিশুকে ডাস্টবিনে ফেলে এলো অজ্ঞাতনামা জন্মধারনী মা’র স্বজনরা। গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে স্থানীয়রা শিশুটিকে দেখেন পাচলাইশ আবাসিক এলাকা ১১ নং সড়কের একটি ডাস্টবিনে। খবর পেয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শিশুটিকে ময়না তদন্ত করার পর দাফনের জন্য দেয়া হয় আঞ্জুমানে মফিদুল ইসলামকে। পুলিশ জানিয়েছে মৃত্যু শিশুটিকে পুরানো কাপড় মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছিল।
এলাকার মানুষ বলেছেন হয়ত শিশু কন্যাটি কোনো মা’য়ের গর্ভে অবৈধ ভাবে ধারণ করেছিল। ভুমিষ্টের পর ঘটনা ধামাচাপা দিতে শিশুটি ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে।