বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে এবার ভারত সীমান্তে বসাচ্ছে মৌমাছ

চট্টল সময় ডেক্স ঃ

বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে মৌমাছি পাঠাচ্ছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী এর পস্তুতি হিসাবে পশ্চিম বঙ্গের নদিয়া জেলায় বাংলাদেশ সীমান্তের কাছে মৌমাছির কৃত্রিম চাক স্থাপন করেছে বলে সংবাদ মাধ্যম সমুহ থেকে জানা গেছে।

 

এমনটি সংবাদ প্রকাশ করেছে গত সোমবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮। সংবাদ মাধ্যমটি এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলেছে গত সপ্তাহে বিএসএফের ১০ থেকে ১২ জওয়ান নদীয়া জেলার সীমান্তবর্তী গ্রাম কাদিপুর জড়ো হন। সেখানে তাদের মৌমাছি চাষ শিখতে দেখা যায়। সেসময় তাদের মাথা ও মুখমণ্ডলে প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরা ছিল।

সংবাদমাধ্যমটিতে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সীমান্ত বেড়ায় বেশ কয়েকটি মৌ-বাক্স ঝুলিয়ে রাখা রয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ৪৬ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে আছে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ন। তারা এসব বাক্স ঝুলিয়ে রেখেছে। তাদের আশা, যদি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী বা দুই দেশের কোনো চোরাকারবারি কাঁটাতারের কাছে আসে তাহলে মৌমাছি তাদের উপর আক্রমণ করবে।

৩২ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুজিত কুমারের মতে, সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কী করা যায় সেই চিন্তা থেকে আমার মাথায় আসে মৌমাছি চাষের বাক্সগুলো কাঁটাতারের বেড়ায় রাখা হবে। আমরা প্রায়ই দেখি কাঁটাতার কেটে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঘটে। এছাড়া গরু চোরাচালানসহ অন্যান্য বিভিন্ন বিষয় ঘটে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত