দেড় দশক পর আবার শুরু রাউজান ক্লাবের সামাজিক ও মানবিক কাজ

চট্টল সময় ডেক্স ঃ

দীর্ঘ দেড় দশক পর রাউজানের ঐতিবাহী সামাজিক সংগঠন রাউজান ক্লাব নিজেদের সামাজিক ও মানবিক কর্মসুচি নিয়ে মাঠে নেমেছে। স্বৈরাচারী গোষ্ঠী এলাকা ছেড়ে পালানোর পর ক্লাবের প্রতিষ্ঠাগণ নিজেদের পরিত্যক্ত পাকা দালান সংষ্কার কাজ শেষে সামাজিক ও মানবিক কাজে সক্রিয় হয়েছে। তারা পুনরায় কর্মসুচি নিয়ে বন্যা দুর্গত মানুষের কাছে গিয়ে ত্রান সহায়তা দিয়েছেন, গরীর দুস্থ পরিবারের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প চালু করছেন। নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিচ্ছে।

গত শুক্রবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এক সভা, সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভাপতি আব্দুল ওয়াহেদ চৌধুরী।
এই সভায় ক্লাবে বিভিন্ন কর্মসুচি নিয়ে আলোচনা হয়। প্রতিষ্ঠানের আগের সব সামাজিক, মানবিক সব কর্মসুচি হাতে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন।
এই সাথে ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ ওমর ফারুককে সংবর্ধনা ও সদস্যদের মিলনমেলা করার সিদ্ধান্ত নেন।

এ-উপলক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। সভা শেষে ক্লাবের কর্মকর্তাগন বন্যায় ক্ষতিগ্রস্ত দশটি ঘরবাড়ি পরিদর্শন করেন। দুর্গতদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী প্রদান করেন।
সভায় বক্তব্য রাখেন সম্পাদক মোঃ নাছির উদ্দিন বাবুল,মাসুম চৌধুরী, মাষ্টার তসলিম উদ্দিন,এস এম জাফর চৌধুরী,শামসুদ্দোহা, মাস্টার আকতার,মাস্টার মিজানুর রহমান,আব্দুর রহিম।ছমিউদ্দিন নিজাম,রোবেল,নাছির,মহসিন আমিন,শফি সিকদার,খোরশেদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত