রাউজান হযরত এয়াছিনশাহ স্কুলের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আলহাজ্জ মাহবুবুল আলম

চট্টল সময় ডেক্স ঃ

রাউজান আমিরহাট হযরত এয়াছিনশাহ পাবলিক (বহুমূখী)উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড.বিপ্লব গাঙ্গুলী।এতে আলহাজ্ব মাহবুবুল আলম ২য় বারের মত সভাপতি নির্বাচীত হয়েছেন।প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন পদাধিকার বলে সচিব নির্বাচীত হন।

 

এতে ২য় বারের মত দাতা সদস্য ও অভিভাবক সদস্য নির্বাচীত হন মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আযহারি ও সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিন।অন্যান্য নতুন অভিভাবক সদস্যরা হলেন মোঃ সাইফুল আলম,সুমন শীল,মোঃ হানিফ,রহিমা বেগম,শিক্ষক প্রতিনিধি মোঃ ফরিদ মিয়া,মাওলানা মোঃ শফিউল আজগর,তসলিমা আকতার চৌধুরী।

 

নতুন কমিটির প্রথম সভা (২৫ফেব্রুয়ারি) রবিবার দুপুরে প্রধান শিক্ষক কার্যালয়ে কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্টিত হয়েছে।এতে নতুন কমিটিকে ফুল দিয়ে বরন করেন স্কুলের শিক্ষক,শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ।এরপর দোয়া মোনাজাত অনুষ্টিত হয়। সভায় রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য  রাখেন ২য় বারের মত নির্বাচীত সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম।তিনি স্কুলের অবকাঠামো ও লেখাপড়ার মান উন্নয়নে এমপি  মহোদয়ের সহযোগিতা কামনা করেন।

 

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত