কৃতি শিক্ষার্থী সম্বর্ধনায় ফজলে করিম এমপি এগিয়ে যাও -সব রকম সহযোগিতা করা হবে

চট্টল সময় ডেক্স ঃ
রেলপথ মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি রাউজানের জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংম্বর্ধনা অনুষ্ঠানে বলেছেন অর্থকষ্টে থাকা পরিবারের যেসব মেধাবী সন্তান পড়ালেখা চালিয়ে যেতে আগ্রহী তাদের উচ্চ শিক্ষার দিকে এগিয়ে দিতে তিনি সবরকম সহায়তা দিবেন।

 

১৭ সেপ্টেম্বর রোববার এসএসসি পরীক্ষায় রাউজানের জিপিএ -৫ পেয়ে এসএসসি পাস করা সব কৃতি শিক্ষার্থীদের সংম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতি প্রতিশ্রুতি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, থানার ওসি আবদুল্লাহ আল হারুন, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত