রোটারী ক্লাব অব রয়েলস এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

চট্টল সময় প্রতিবেদক :

রোটারী জেলা গর্ভণর প্রকৌশলী মতিউর রহমান বলেছেন, শহর থেকে গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্ঠি অর্থনৈতিক ভাবে অনেক পিছিয়ে। গ্রামের অনেকের জায়গা আছে কিন্ত ঘর বাধাঁর সামর্থ্য নেই, অনেকের ঘর ভেঙ্গে যাচ্ছে কিন্ত অর্থের অভাবে ঘর করার সামর্থ্য নেই। এসব মানুষকে সহায়তার হাত বাড়িয়ে নতুন করে ঘর নির্মাণ করে দেয়াই হবে রোটারীর ইতিহাসে সবচেয়ে মানবিক কাজ। আমার সময়ে এই কর্মসূচি বস্তবায়ন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে হাতে নেয়া ‘হোম ফর হোমলেস’ প্রকল্পটি।
গত সোমবার রোটারী ক্লাব অব রয়েলস এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

 

ক্লাবের সাবেক সভাপতি রোটারীয়ান আহমেদ মুনিরের সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারীয়ান ইকবালুর রহমান নাদিম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের দৈনিক পূর্বকোনের সম্পাদক রোটারীয়ান জসিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রোটারীর সাবেক জেলা গর্ভণর অধ্যাপক তৈয়ব চৌধুরী ও জেলার অ্যাসিসটেন্ট গর্ভণর রোটারীয়ান কাজী আবুল মনসুর। উপস্থিত রোটারীয়ানদের পরিচয় করিয়ে দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারীয়ান জসিম উদ্দিন চৌধুরী। রোটারীয়ানদের শপথ বাক্য পাঠ করান ক্লাব সেক্রেটারী রোটারীয়ান হুমায়ন কবীর।

জেলা গর্ভণর প্রকৌশলী মতিউর রহমান তার বক্তব্যে রোটারী ক্লাব অব রয়েলস এর প্রশংসা করেন। ক্লাবের বিভিন্ন কর্মকান্ডের পরিকল্পনায় যারা জড়িত তাদের ধন্যবাদ জানান। গর্ভণর হোম ফর হোমলেস’ প্রকল্পের পাশাপাশি চট্টগ্রামের কিডনি ফাউন্ডেশনের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। তিনি রোটারী ক্লাব অব রয়েলসকে বিভিন্ন দরিদ্র সমাজের মাঝে টিউবওয়েল, ছাত্রীদের জন্য বিভিন্ন স্কুলে টয়লেট স্থাপনসহ ডেঙ্গু সচেতনতার উপর নজর রাখতে পরামর্শ দেন।

 

অনুষ্ঠানে রোটারী ক্লাব চিটাগাং রয়েলস এর সদ্য বিদায়ী সভাপতি রোটারীয়ান আহমেদ মুনির নতুন কমিটির সভাপতি রোটারীয়ান কাজী ইকবালুর রহমান নাদিমকে কলার হস্তান্তরে মাধ্যমে দায়িত্ব প্রদান করেন।

নতুন সভাপতি দায়িত্ব নিয়ে আগামী এক বছর ক্লাবের কর্মকান্ডকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বোর্ডে ক্লাব ট্রেইনার হিসেবে রয়েছেন রোটারীয়ান কাজী আবুল মনসুর, সাবেক সভাপতি রোটারীয়ান আহমেদ মুনির, নির্বাচিত সভাপতি (২৫-২৬) রোটারীয়ান মো. আবছার উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট রোটা. কাজী নাছির উদ্দিন, ক্লাব সেক্রেটারী রোটা. হুমায়ন কবীর, জয়েন্ট সেক্রেটারী রোটা.

 

ক্যাপ্টেন শিমুল দত্ত, ক্লাব ট্রেজারার রোটা. গোলাম মোস্তাফা ইকবাল,ক্লাব সার্ভিস ডাইরেক্টর রোটা. আবু নাছের, ভকেশনাল সার্ভিস ডাইরেক্টর রোটা, শেখ জামাল শেকু, কমিউিনিটি সার্ভিস ডাইরেক্টর রোটা. হাছান মুরাদ, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর রোটা. জসিম উদ্দিন চৌধুরী,ইয়ুথ সার্ভিস ডাইরেক্টর রোটা. আবদুল্লাহ আল ইউসুফ, সাজের্ন্ট এট আমর্স রোটা. জাহাঙ্গীর আলম, এডিটর রোটা. মোহাম্মদ ইয়াহিয়া আফরান। অনুষ্ঠানে জেলা গর্ভণরের সাথে নতুন কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে জেলা ৩২৮২ এর বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, জেলা কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন কমিটিকে স্বাগত জানান। ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল ইউসুফ। অনুষ্ঠানে আয়োজন ছিল নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত