মহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার ২৪ মে

প্রেস বিজ্ঞপ্তি:

হানগর ইউনিটের জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার প্রদান ও শিশু উৎসব আগামী ২৪ মে শনিবার বিকেল ৩টায় নগরের ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মো. শাহ নওয়াজ, লেখক-গবেষক অধ্যক্ষ শিমুল বড়ুয়া, ইতিহাস গবেষক-লেখক জামাল উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চট্টগ্রাম ব্যুরোর বিশেষ প্রতিবেদক মিয়া মোহাম্মদ আরিফ।

এছাড়া অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুুষ্ঠানে কে জি শ্রেণি হতে অষ্টম শ্রেণির ৩৮৫ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের যথাসময়ে উপস্থিত হয়ে পুরস্কার গ্রহণের আহবান জানিয়েছেন জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on linkedin
LinkedIn
Share on email
Email

সম্পর্কিত