
চট্টল সময় ডেক্স :
২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে জামায়াত সমাবেশ করার ঘোষনা দিয়ে রেখেছে। বিপরীতে আইন শৃংঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলে দেয়া হয়েছে শাপলা চত্বরে তাদের সমাবেশ দেয়া হবে না।
জামায়াতের এই কর্মসূচি নিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিনের হুঁসিয়ারী রাজধানীর মতিঝিলে যারাই কর্মসূচি পালন করতে সমবেত হবে তাদেরকে আমরা আইনগতভাবে প্রতিহত করব। এই পুলিশ কর্মকর্তার দাবি ওই এলাকাটি রাস্ট্রিয় গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে বিবেচিত। কেপিআই (কি পয়েন্ট ইন্সটেলশন)।
সেখানে ব্যাংকপাড়া। গত বৃহস্পতিবার রাতে তিনি এসব কথা বলেন মিডিয়া কর্মীদের। পূর্ব ঘোষনা অনুসারে জামায়াত ২৮ অক্টোবর মতিঝিল শাপলা চত্বরে সমাবেশ নিয়ে এখন জামায়াত নেতারা রয়েছে চরম টেনশনে। তারা এই পরিস্থিতিতে তাদের কৌশল কি হবে তা নিয়ে দায়িত্বশীলরা করণীয় ঠিক করতে ব্যস্ত সময় পার করছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিনের মতে ‘মতিঝিল রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। রাজধানীর হৃৎপিণ্ড। সেই রকম একটি গুরুত্বপূর্ণ স্থানে জামায়াতকে কর্মসূচি পালন করতে কোনো ভাবেই দেওয়া হবে না।’
২৮ অক্টোবর রাজনৈতিক দল সমূহের পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে এই কর্মকর্তা বলেছেন রাজধানীবাসীকে আমরা আশ্বস্ত করছি, ওইদিন আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিবো।’
এদিকে পুলিশের পক্ষ থেকে কর্মসূটি ঘোষনাকারী পরম্পর বিরোধী আওয়ামীলী ও বিএনপিকে সমাবেশের স্থান পরিবর্তনের আহ্বান জানালেও তারা নির্ধারিত স্থানে সমাবেশ করার ব্যাপারে অনঢ অবস্থানে রয়েছে। ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি এবং বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ।
মতিঝিল শাপলা চত্বরে জামায়াত সমাবেশ করবে বলে জানিয়েছে। অবশ্য জামায়াতের ব্যাপারে পুলিশ বলছে, তাদেরকে সমাবেশ করার কোনো ধরণের অনুমতি দেওয়া হবে না। এখন দেখার বিষয় জামায়াত ২৮ অক্টোবর সমাবেশ নিয়ে কোন কৌশলে মাঠে এগুচ্ছে।